Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তর টোলারবাগ লকডাউন


২৩ মার্চ ২০২০ ২২:৩৫

ঢাকা: করোনাভাইরাসে পরপর দুই জনের মৃত্যুর ঘটনার রাজধানীর দারুস সালাম থানার উত্তর টোলারবাগ আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আগামী ১৪ দিন লকডাউন থাকবে উত্তর টোলারবাগ এলাকা। এই সময়ের মধ্যে ভেতর থেকে কেউ বাইরে বের হতে পারবে না। তবে বাইরে কেউ থাকলে তারা চাইলে ভেতরে প্রবেশ করতে পারবেন।

সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে প্রশাসন উত্তর টোলারবাগ এলাকা লকডাউন ঘোষণা করে পুলিশ পাহারা বসায়। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘টোলারবাগ আবাসিক এলাকায় দুই ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ভাইরাস একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়েছিল। তাই এটি যাতে আর কারো শরীরে ছড়াতে না পারে সেজন্য এলাকাবাসীর অনুরোধে প্রশাসন এলাকাটিকে লকডাউন ঘোষণা করে। সার্বক্ষণিক পুলিশ পাহারায় রাখা হয়েছে, যাতে ভেতর থেকে কেউ বাইরে বের হতে না পারেন।’

প্রত্যক্ষদর্শীরা সারাবাংলাকে জানান, উত্তর টোলারবাগ এলাকায় পুলিশ হ্যান্ডমাইক দিয়ে সকলকে সাবধান করে দিচ্ছেন। যারা ভেতর থেকে বাইরে বের হতে চাচ্ছেন তাদের কাউকে বের হতে দিচ্ছে না পুলিশ। পুলিশ বলছে, এলাকাটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৪ দিনের আগে কেউ বের হতে পারবেন না। শুধুমাত্র বাইরে কেউ থাকলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সোমবার বিকেলে সিটি করপোরেশনের একটি গাড়ি আবাসিক এলাকার ভেতরে যেতে চাইলে পুলিশ সেটিকে থামিয়ে দিয়ে বলেন, ‘গাড়িটি ভেতরে প্রবেশ করলে আর বের হতে পারবেন না। কেউ ভেতরে প্রবেশ করলে আর বের হতে পারবেন না। শুধু ঢুকতে পারবেন। তখন সিটি করপোরেশনের ওই গাড়িটি আর ভেতরে প্রবেশ করেনি।’

দারুস সালাম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘উত্তর টোলারবাগ এলাকায় বেশ কয়েকজন করোনা রোগী থাকতে পারেন। সেজন্য এলাকাটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এলাকার মসজিদে নামাজের জন্যও আর কেউ যাচ্ছেন না। কারো কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হলে সোসাইটির ভ্যানের মাধ্যমে তা গেট থেকে সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ পুলিশকে জানিয়েছে, সবাই হোম কোয়ারেনটাইনে থাকলে এই ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব হবে।’

উত্তর টোলারবাগ টোলারবাগ লকডাউন


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর