‘জ্বর হলেই কোভিড-১৯ নয়, মৃত্যু হলেই কোভিড-১৯ নয়’
২৪ মার্চ ২০২০ ১৯:১৪
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশে এখন কেউ কোথাও মারা গেলেই আমরা দেখতে পাচ্ছি তাকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বলা হচ্ছে, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (২৪ মার্চ) অনলাইনে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সেব্রিনা ফ্লোরা বলেন, ‘অনেকেই জ্বর হলেই ভাবছেন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। কিন্তু বিষয়টি সঠিক নয়। অনেক মারা গেছেন, তাদের নমুনা পরীক্ষা করে দেখেছি কোভিড-১৯ আক্রান্ত উনারা ছিলেন না।’
সব মৃত্যুই কোভিড-১৯-এর কারলে হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল আমরা কোনো কোনো গণমাধ্যমে দেখেছি, যেখানে আমাদের কারও মাধ্যমে হয়তো তথ্য গিয়েছিল সেগুলোকে পরিষ্কার করা প্রয়োজন। এ পর্যন্ত জনমনে আমরা একটি বিভ্রান্তি দেখেছি যেকোনো মৃত্যু হলেই আমরা তাকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে ভাবছি। এ কারণে সে পরিবারগুলো বিভিন্ন ধরনের সামাজিকসমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা সেই সব স্থানে যারা মৃত্যুবরণ করেছে তাদের নমুনা সংগ্রহ করেছি। সে নমুনাগুলো পরীক্ষা করে আমরা দেখেছি ওই ব্যক্তিরা কোভিড-১৯ আক্রান্ত ছিলেন না। সুতরাং একটা জিনিস পরিষ্কার করা এখনো প্রয়োজন যে মৃত্যু হলেই কিন্তু কোভিড-১৯ এর সংক্রমণ নয়।’
তিনি বলেন, ‘আরও একটা বিষয় আমি মনে করাতে চাই আপনাদের। একইসঙ্গে সতর্কও করতে চাই যে এখন ডেঙ্গুর মৌসুম আসছে। একই সঙ্গে ইনফ্লুয়েঞ্জার মৌসুমও আসছে। জ্বর হলে আমরা যদি কোভিড-১৯ মনে করে সে ক্ষেত্রে আমরা ডেঙ্গু-ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা থেকে বঞ্চিত করব রোগীদের। সুতরাং জ্বর হলেই আমরা যেন কোভিড-১৯ আক্রান্ত না ভাবি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এ বিষয়ে পরামর্শ দিচ্ছি।’
এ সময় তিনি আইইডিসিআর-এর হটলাইন, ফেসবুক পেজ ও ইমেইলে যোগাযোগ করারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে নতুনভাবে ছয় জন নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়।
সারাবাংলা/এসবি/এমআই
অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আক্রান্ত করোনা কোভিড-১৯ মৃত্যু