Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: একদিনে ১২শ প্রাণহানি ইতালি-স্পেনে


২৫ মার্চ ২০২০ ০০:০৮ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ০৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহ সংক্রমণে ইতালি ও স্পেন এখন মৃত্যুপুরী। প্রতিদিনই কয়েকশো হারে বাড়ছে মৃতের সংখ্যা। ভাইরাসটির বিস্তার এতটাই বাড়ছে দুদেশে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে নয় হাজারেরও বেশি। এ সময় দুদেশে মৃত্যু হয়েছে এক হাজার ৩২ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবই প্রদেশ থেকে উদ্ভূত করোনাভাইরাসে সেদেশে ব্যাপক প্রাণহানি হয়। পরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সবকটি দেশে। তবে এ ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪৩ জন। এ সময় আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি।

সবশেষ তথ্য দেখুন- করোনা: লাইভ আপডেট

বিজ্ঞাপন

মৃতের সংখ্যার দিক থেকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে আগেই ছাড়িয়েছে ইতালি। দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন চীন থেকেও প্রায় দুই গুণ বেশি। উল্লেখ্য, চীনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ২৭৭ জনের।

ইতালির মতই ইউরোপের অন্য দেশ স্পেনেও প্রতিদিন ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৯ জনের। এ নিয়ে সেদেশের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮০০ জন। স্পেনে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৫৪০ জন।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ হাজারেরও বেশি।

আরও পড়ুন- কোভিড-১৯: সৌদি আরবে প্রথম মৃত্যু

সৌদি আরবে সব ধরনের যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত

সৌদি আরবে ২১ দিনের কারফিউ জারি

ভারতে ২১ দিনের লকডাউন, লক্ষ্মণ রেখা পার না হওয়ার আহ্বান মোদির

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর