Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবে চীনের করোনা কিটস


২৫ মার্চ ২০২০ ১৪:৫১

ঢাকা: বিশেষ উড়োজাহাজে করে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চীনের কুনমিঙ থেকে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ শনাক্তের ১০ হাজার কিট, ঝুঁকিপূর্ণ অঞ্চলে কর্মরত স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য ১০ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইনসট্রুমেন্ট (পিপিআই) এবং ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছাবে। চীনের ঢাকা মিশনের পক্ষ থেকে এক বার্তায় বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে নভেল করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো সহায়তা উপকরণ গ্রহণ করবেন। তারপর তিনি চীন থেকে আসা উপকরণগুলো বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন

চীনের ঢাকা মিশনের পক্ষ থেকে মিনিস্টার কাউন্সেলর ও মিশন উপ প্রধান হুয়াল ইয়ান জানান, নভেল করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশের জনগনের পাশে রয়েছে।

এর আগে, নভেল করোনাভাইরাস শনাক্ত করতে চীন বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছিল।

এদিকে, বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। মারা গেছেন ৫ জন। আরও সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ থেকে ঘোষণা করা হয়েছে ১০ দিনের সাধারণ ছুটি।

করোনাভাইরাস কোভিড-১৯ চীন বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর