বিজিবির স্বাধীনতা দিবস উদযাপন
২৬ মার্চ ২০২০ ১৭:৫৫
ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ২০ মিনিটে বিজিবির সব ইউনিটসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে জাতির শান্তি ও সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বিজিবির উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিজিবির সব সদস্য নিজ নিজ ব্যবস্থাপনায় দোয়া ও মোনাজাত করে। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদস্যদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়াও বিজিবির সব ইউনিটে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন এবং সন্ধ্যার পর পিলখানাস্থ গুরুত্বপূর্ণ অফিস ভবন ও গেটসমূহে আলোকসজ্জা করা হয়েছে।
উল্লেখ্য, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫ মার্চ রাত ৯টায় থেকে ৯টা ১ মিনিটে এক মিনিট বিজিবি সদর দফতরসহ সকল ইউনিটে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়।