Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় ২ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ পাস মার্কিন সিনেটে


২৬ মার্চ ২০২০ ১৮:১৬ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে শ্লথ অর্থনীতিতে গতি আনতে ও রোগটির মোকাবিলায় চিকিৎসা খাতকে উন্নত করতে এক ঐতিহাসিক প্রণোদনা প্যাকেজ পাস হলো সিনেটে। এ প্যাকেজটির আকার ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় জরুরী প্রণোদনা প্যাকেজ। বুধবার (২৬ মার্চ, স্থানীয় সময়) সিনেটের এক সভায় ৯৬-০ ভোটে বিলটি পাস হয়।

করোনাভাইরাসের সবশেষ তথ্য দেখুন- করোনা: লাইভ আপডেট

এ প্যাকেজের সিংহভাগ অর্থ খরচ হবে অর্থনীতি পুনরুদ্ধারে। করোনাভাইরাসের কারণে ক্ষুদ্র ব্যবসা ও চাকরী হারানো কর্মীদের সহায়তা করতে অর্থ ব্যয় হবে এ প্যাকেজের আওতায়। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা খাতেও ব্যয় হবে বড় অংশ। এ প্যাকেজ সংক্রান্ত বিল এখন দেশটির পার্লামেন্টের প্রতিনিধি সভায় পাসের অপেক্ষায়।

বিজ্ঞাপন

সিনেটে বলটি উত্থাপন হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার অফিসে আসার পর সর্বোচ্চ দ্রুততার সঙ্গে তিনি স্বাক্ষর করবেন বিলটিতে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে প্রতিদিন বেড়েই চলছে। বুধবার করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের এক হুঁশিয়ারি বার্তায় জানায়, নোভেল করোনাভাইরাসের নতুন কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন থেকে উদ্ভূত এ ভাইরাসের কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় এবার ঐতিহাসিক এ প্রণোদনা প্যাকেজ পাস হলো মার্কিন সিনেটে।

করোনাভাইরাসের সবশেষ তথ্য দেখুন- করোনা: লাইভ আপডেট

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর