চট্টগ্রামে ২৫০ মসজিদ থেকে একযোগে প্রচার হচ্ছে করোনা সতর্কতা
২৭ মার্চ ২০২০ ২০:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ২৫০ মসজিদে পুলিশের তত্ত্বাবধানে একযোগে প্রচার হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে সচেতনতার বার্তা।
শুক্রবার (২৭ মার্চ) জুমআ’র নামাজের আগেও নগরীর মসজিদে-মসজিদে মুসল্লিদের মধ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) আবু বক্কর সিদ্দিক।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মসজিদে-মসজিদে গিয়ে করোনা নিয়ে সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা করেছেন বলেও তিনি জানিয়েছেন।
এডিসি আবু বক্কর সারাবাংলাকে জানান, নগরীর কোতোয়ালী থানা এলাকায় ২৫টি, বাকলিয়ায় ৩৭টি, বন্দর থানায় ৪৫টি, এবং চান্দগাঁও থানায় ২৮টিসহ ১৬ থানা এলাকায় ২৫০ মসজিদে প্রতি ওয়াক্ত আজানের আগে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন ইমামেরা। মানুষকে নিরাপদ দূরত্বে থাকা, মাস্ক-পরিচ্ছন্ন সামগ্রী ব্যবহার করার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।
সারাবাংলা/আরডি/এমও