Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড ইতালিতে, মারা গেলেন ৯ শতাধিক


২৭ মার্চ ২০২০ ২৩:২৮ | আপডেট: ২৮ মার্চ ২০২০ ১০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়শোরও বেশি মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর যেকোন দেশে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটিই।

করোনা: লাইভ আপডেট

শুক্রবার (২৭ মার্চ) ইতালি জানায়, ২৪ ঘণ্টায় সেদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১৯ জনের। এতে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। এদিন দেশটির লোম্বার্ডি অঞ্চলে মৃত্যু হয় প্রায় ৫০০ জনের।

শুক্রবার ইতালিতে আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৮৬ হাজার জন। উল্লেখ্য আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই। তবে মৃত্যুর সংখ্যায় ইতালি শীর্ষে রয়েছে। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে ইউরোপের এ দেশটি।

বিজ্ঞাপন

এদিকে স্পেনেও প্রতিদিন মৃত্যুর সংখ্যা কয়েকশো হারে বাড়ছে। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৩৪ জনের। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) টুইটারে এক ভিডিও বার্তায় বরিস জনসন জানান, গত ২৪ ঘণ্টা আমার শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা গেছে। পরে আমার পরীক্ষা করা হয়। এতে আমার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

বরিস জনসন জানান, তিনি এখন সেলফ আইসোলেশনে রয়েছেন। তবে করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটেনের সরকারকে নেতৃত্ব দেওয়ার মত শারীরিক সুস্থতা তার রয়েছে বলেও জানান তিনি। বরিস জনসন আইসোলেশনে থেকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতিতে কাজ করবেন।

মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক প্রণোদনা প্যাকেজ পাস

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে শ্লথ অর্থনীতিতে গতি আনতে ও রোগ মোকাবিলায় চিকিৎসা খাতকে উন্নত করতে এক ঐতিহাসিক প্রণোদনা প্যাকেজ পাস হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায়।  যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এ জরুরী প্রণোদনা প্যাকেজটির আকার ২ ট্রিলিয়ন মার্কিন ডলার  ডলার।

করোনা: লাইভ আপডেট

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর