Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে


২৯ মার্চ ২০২০ ০২:৩০

শুধু ইতালিতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রোববার (২৭ মার্চ) সেদেশে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে।

করোনা: লাইভ আপডেট

এর আগের দিন শনিবার ইতালিতে রেকর্ড সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু ঘটনা ঘটে। ঐদিন দেশটিতে ৯১৯ জনের প্রাণহানি হয়। তবে রোববার মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। উল্লেখ্য, একক কোন দেশ হিসেবে মৃত্যুর সংখ্যায় ১০ হাজার ছাড়িয়ে গেল ইতালি। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ৩০ হাজার ছুঁয়েছে। যার তিনভাগের এক ভাগই ইতালিতে। এ প্রতিবেদন লেখা অবধি বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ৩৯৭ জন। উল্লেখ্য, এসব সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

এদিকে স্পেনে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সেদেশে রোববার মৃত্যু হয়েছে ৬৭৪ জনের। এতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮১২ জন। উল্লেখ্য, মৃত্যুর সংখ্যায় ইতালির পরেই স্পেনের অবস্থান।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। একমাত্র দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে সেদেশে। এ রিপোর্ট লেখা অবদি সেদেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজারেরও বেশি। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৯৮৮ জনের।

করোনাভাইরাসে ফ্রান্সেও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। সেদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৩২৩ জনের।  এছাড়া যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ১৯ জনের।

করোনা: লাইভ আপডেট

বিজ্ঞাপন

আরও পড়ুন- কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাচ্ছে জাপানের ‘অ্যাভিগান’

ইতালি করোনা করোনাভাইরাস কোভিড-১৯ ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র স্পেন

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর