বিশ্বে করোনায় মৃত ৩০৮৯০, আক্রান্ত ৬৬৪৫৯০ জন
২৯ মার্চ ২০২০ ১২:১১
ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০ হাজার ৮৯০ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৪ হাজার ৫৯০ জন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালি ও স্পেনে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার দুপুরে পৌনে ১টা পর্যন্ত বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৪ হাজার ৫৯০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৯০ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ ৪২ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে শনিবার পর্যন্ত ১০ হাজার ২৩ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ৯২ হাজার ৪৭২ জন। এছাড়া স্পেনে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬৭৭ জন। মারা গেছে ১ হাজার ৯০৩ জন।
করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে গতকাল আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একদিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনা এটি। এ নিয়ে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা এক হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৪৮ জন। সরকারি হিসাবে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। তবে শনিবার পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে।