ঘরে থাকার সরকারি নির্দেশ মানছেন না রাজধানীর বিদেশিরা
২৯ মার্চ ২০২০ ১৬:০৬
উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকার সরকারি নির্দেশনা থাকলেও মানছেন না বাংলাদেশে বসবাসরত বিদেশিরা। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের প্রটেকশন ছাড়াই বিদেশিরা যত্রতত্র ঘুড়ে বেড়াচ্ছেন। এতে করোনাভাইরাসের বিস্তার বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
রোববার (২৯ মার্চ) রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, উত্তরা, শাহজাদপুর, নিকুঞ্জ ও রামপুরা এলাকার বেশ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই অভিযোগ পাওয়া গেছে।
এরমধ্যে উত্তর ধানমন্ডি কলাবাগান এলাকার এ কে এম আজাদ সারাবাংলাকে বলেন, ‘তেঁতুলতলা মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকজন সোমালিয়ান সারাক্ষণ খেলাধুলা করে। এসময় তারা বেশ চিৎকার চেচামেচি করে। তাদের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ভিড় করে। এছাড়া তারা এলাকার গলি দিয়ে নিয়মিত চলাচলও করছেন। চলাচলের সময় তাদের কোনো সেফটি মেজার নিতেও দেখা যায়নি। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয় থেকেই যাচ্ছে।’
তিনি জানান, সোমালিয়ার ১০ জন, নাইজেরিয়ার ৯ জন এবং সুদানের ৫ জন নাগরিক উত্তর ধানমন্ডি কলাবাগান এলাকায় থাকেন। পুলিশে কমপ্লেইন করেও কোনো কাজ হয়নি। যেখানে বাংলাদেশিরা সবাই সরকারি নির্দেশনা মানছেন সেখানে বিদেশিরা না মানায় আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী।
রামপুরা এলাকার বাসিন্দা আশিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘এরআগে এই এলাকায় বিদেশিদের চলতে দেখিনি কিন্তু গত কয়েকদিন ধরে ওরা যেভাবে চলাফেরা করছে তাতে আমরা উদ্বিগ্ন। সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা তো মানছেই না বরং এলাকাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করছে। আমরা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি, দেখি কি ব্যবস্থা নেন।’
উত্তরা ১২ নম্বর সেক্টরের স্থানীয় বাসিন্দা মিরাজ হোসেন বলেন, ‘নাইজেরিয়ানরা অনেকদিন ধরেই এখানে বসবাস করছে। তারা মাদক ব্যবসা, ছিনতাই, চুরি ও হুন্ডির মতো নানা অপরাধ করে থাকে। এখন নতুন করে যোগ হয়েছে হোম কোয়ারেনটাইনের সরকারি নির্দেশনা উপেক্ষ। শুধু নাইজেরিয়ানরাই নয়, এখানে বসবাসরত চায়নাসহ অন্যান্য বিদেশিরাও একই কাজ করছে। তারা হোম কোয়ারেনটাইন মানছেন না। একাকাবাসী বিষয়টি উত্তরা পশ্চিম থানায় জানিয়েছেন। তবে থানা পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি।’
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা সারাবাংলাকে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারি নির্দেশনা মানাতে পুলিশ কাউকে ছাড় দিচ্ছে না। এরপরেও এরকম কেউ থাকলে আমরা ব্যবস্থা নেবো।’
হাতিরঝিল মহানগর প্রজেক্টেও একই অবস্থা বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সেখানেও অনেকে ছাদে ও অলিগলিতে কোনো প্রটেকশন ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিদেশি নাগরিকদের।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘বিদেশিরা যত্রতত্র ঘোরাঘুরি করলে পুলিশ ব্যবস্থা নেবে। সরকারি দেশি-বিদেশি সকলকে মানতে হবে।’
সারাবাংলা/ইউজে/এমআই