Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসহায় মানুষের পাশে দাঁড়ান— চরমোনাই পীর


২৯ মার্চ ২০২০ ২২:৪৩

ঢাকা: করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার (২৯ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। চরমোনাই পীর বলেন, ‘আগেভাগে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় এখন করোনা চিকিৎসা নিয়ে হিমশিম খাচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করছেন। প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট না থাকায় ইতোমধ্যে তিন জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। রোগীর সংখ্যা বাড়লে ডাক্তারদের নিরাপত্তা কী হবে, সে ব্যাপারে বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা প্রকাশ করেছেন।’

‘আমি আশা করি, সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে এ বিষয়ে প্রস্তুতির ঘাটতি বা দুর্বলতা থাকলে তা দূর করার চেষ্টা করবেন’— বলেন সৈয়দ রেজাউল করীম।

তিনি বলেন, ‘ভাইরাস বিস্তারোধে কোনো ধরনের আগাম প্রস্তুতি ছাড়াই সরকার সব মানুষকে বাড়িতে থাকতে বলেছে। নিম্ন আয়ের মানুষের ১০ দিন তো দূরের কথা এক দিনের অতিরিক্ত খাবারের সংস্থানও ছিল না। এ অবস্থায় অনেক নিঃস্ব মানুষ না খেয়ে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে। অবশ্য দেরিতে হলেও সরকার ও বিভিন্ন দলের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। তবে এসব সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে মনে হচ্ছে।’

চরমোনাই পীর বলেন, ‘এ পরিস্থিতিতে দেশের বিত্তশালীরা এগিয়ে এলে দরিদ্র পরিবারগুলোর কাছে খাবার সামগ্রী পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যায়।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে যে গজব বিশ্বজুড়ে নেমে এসেছে তা মোকাবিলা করার সাধ্য কারও নেই। আল্লাহর কাছে বেশি বেশি ইসতেগফার করে আমাদের গুনাহ মাফ করানোর মাধ্যমে এর থেকে পরিত্রাণ পেতে পারি। এছাড়া যেকোনো বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর রাসূল (সা.) বেশি বেশি দান সদকাহ করতে বলেছেন। এজন্য মহামারি থেকে মুক্তি পেতে সামর্থ্যবান মানুষের উচিত দরিদ্র মানুষের মধ্যে দান সদকাহ করা।’

সৈয়দ রেজাউল করীম জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী, সাবান, স্যানিটাইজার, মাস্ক বিতরণ করছে। খেদমতে খালক্বের অংশ হিসেবে এই কার্যক্রম আরও বেগবান করতে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ করোনাভাইরাস চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর