মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
৩০ মার্চ ২০২০ ১৪:০৫
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর সোলায়মান মৃধা (৯৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান সোলায়মান মৃধা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যার দিকে কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পরেন সোলায়মান মৃধা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।’
উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর সোলায়মান মৃধার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছিলেন তিনি। একাত্তরে সোলায়মান মৃধা মুসলিম লীগের সমর্থক ছিলেন।