Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফিভার ক্লিনিক’ চালু করেছে বিএসএমএমইউ


৩০ মার্চ ২০২০ ১৭:০১

ঢাকা: জ্বর, সর্দি, হাঁচি-কাশির রোগীদের জন্য শাহবাগের বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় ‘ফিভার ক্লিনিক’ চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

সোমবার (২৯ মার্চ) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার ভবনের নীচতলায় জ্বর, সর্দি, হাঁচি-কাশির রোগীদের চিকিৎসাসেবার জন্য স্থাপিত ‘ফিভার ক্লিনিকে’র চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন।

‘ফিভার ক্লিনিকে’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই ধরনের রোগীরা এখানে চিকিৎসাসেবা পাবেন।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বিএসএমএমইউ’তে হেল্পলাইন চালু

এছাড়া বেতার ভবনের দ্বিতীয় তলায় করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন উপাচার্য।

পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টার মেডিসিন বিভাগ, জেনারেল অবস এন্ড গাইনি বিভাগ, জেনারেল পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ ও ডেন্টালের সব বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত আছে।

ফিভার ক্লিনিক বিএসএমএমইউ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর