Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৬২৮৬ জন


২৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৫৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৩৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা:৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হয়েছেন। বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

ফলাফলের বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, বুধবার ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়েছে। পিএসির ওয়েবসাইটে এ ফল দেয়া হয়েছে। যে কেউ ওয়েবসাইট গিয়ে ফলাফল জানতে পারবেন। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত পরীক্ষায় অংশ নিবেন। লিখিত পরীক্ষার সময় পরবর্তীতে জানানো হবে।

পিএসসির  ওয়েব সাইট www. bpsc.gov.bd – এ ফলাফল দেখা যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইলের মাধ্যমেও এ ফলাফল পাওয়া যাচ্ছে। মোবাইলে ফলাফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২ নম্বরে ম্যাসেজ পাঠালে ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রেশন নম্বরসহ কোয়ালিফাইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে।

পিএসসির তথ্য মতে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত বছরের ২৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮ বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি এবং পররাষ্ট্রে ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।

সারাবাংলা/ এমএস

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর