করোনার ‘ওষুধ’ বলে কাশির সিরাপ বিক্রি, জরিমানা
৩০ মার্চ ২০২০ ১৯:১২
চট্টগ্রাম ব্যুরো: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) ‘ওষুধ’ বিক্রি করায় একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এই বিজ্ঞাপনদাতার সন্ধান পায় স্থানীয় প্রশাসন। এরপর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়।
দণ্ডিত মনসুর আলী (৪০) হাটহাজারি উপজেলার চিকদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।
ইউএনও রুহুল আমিন সারাবাংলাকে বলেন, “মনসুর আলী গত ১৯ মার্চ তার ফেসবুক আইডি থেকে ‘করোনাভাইরাসের ওষুধ’ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনে তার ফোন নম্বরও ছিল। ওই নম্বরে ক্রেতা সেজে যোগাযোগ করে তার বাড়িতে যাই। এরপর তাকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”
তিনি জানান, মনসুর করোনা ভাইরাসের ওষুধ বলে ৩০০ টাকায় সিরাপ বিক্রি করছিল। এই সিরাপ আসলে কাশির ভেষজ ওষুধ।