করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে এফবিসিসিআই
৩১ মার্চ ২০২০ ০২:৫৩
ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল গঠন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
সোমবার (৩০ মার্চ) রাতে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।
সারাবাংলাকে শেখ ফজলে ফাহিম বলেন, সারাদেশে আমাদের সব সদস্য হাত বাড়িয়ে দিয়েছেন। তারা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমরা আমাদের পরিচালকদের সহায়তায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি তহবিল গঠন করেছি। ধারাবাহিকভাবে এ তহবিল থেকে সাহায্য অব্যাহত থাকবে। ৬৪ জেলায় আমাদের চেম্বার সদস্যদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভেন্টিলেটর নিয়ে কিছু করা যায় কি না, তা নিয়ে আমরা ভাবছি।
তিনি জানান, চিকিৎসকদের জন্য বিদেশ থেকে সুরক্ষা সারঞ্জাম আনার কথা রয়েছে এফবিসিসিআইয়ের। এ জন্য একটি ফান্ডও গঠন করা হয়েছে।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এর মাধ্যমে ডাক্তার-নার্স এবং যারা ফ্রন্টলাইনে সার্ভিস দিচ্ছেন, তাদের জন্য প্রোটেক্টিভ গিয়ার নিয়ে আসা হবে। এগুলো আমরা কিনে ফেলেছি। এখন শিপমেন্টের জন্য অপেক্ষা করছি।’
শেখ ফজলে ফাহিম আরও বলেন, ‘আমরা আমাদের সব চেম্বার, দেশের অর্থনিতীবিদ, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং অর্গানাইজেশন, বিশ্বব্যাংক, এডিবিসহ সবার সঙ্গে আলোচনা করছি। আমরা ওভারঅল একটি ইমপ্যাক্ট নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমাদের উত্তরণের রোডম্যাপটা কী হবে, সে বিষয়েও কথা বলছি।’
এফবিসিসিআই করোনাভাইরাসের প্রভাব ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল তহবিল গঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি