করোনাভাইরাস: ২০০ শরণার্থীকে সাগরে ঠেলে দিলো সাইপ্রাস
৩১ মার্চ ২০২০ ১৮:১২
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকাতে পৃথিবীজুড়ে সীমান্ত বন্ধ করে দেওয়ার সর্বশেষ শিকার হয়েছেন সাইপ্রাসে আশ্রয়প্রার্থী ২০০ সিরিয়ান শরণার্থী। সাইপ্রাসের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে সীমান্ত বন্ধ করে দেওয়ায় কোয়ারেনটাইন অবস্থায় তাদেরকে মাঝ সমুদ্রে অবস্থান নিতে হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) এ খবর জানিয়েছে আল জাজিরা।
এদিকে, নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে অগ্রিম ব্যবস্থাপনা হিসেবে দক্ষিণ সাইপ্রাস অধুষ্যিত সাইপ্রাসের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, সিরিয়ার আলেপ্পো থেকে আসা সাইপ্রাসের দুই যুবকের সঙ্গে কথা বলে আল জাজিরা জেনেছে, ওই শরণার্থীদের মধ্যেও করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে এবং স্থানসংকুলান না হওয়ায় তাদের সামাজিক দূরত্ব মেনে চলাও দুস্কর হয়ে পড়েছে।