Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বলছি, সবার মাস্ক পরার প্রয়োজন নেই: ডব্লিউএইচও


৩১ মার্চ ২০২০ ২২:৪২

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরতেই হবে এমন কথা নেই বরং ভুল উপায়ে পরলে ঘটতে পারে বিপত্তি। যতক্ষণ না কেউ আক্রান্ত হয়েছেন অথবা কোন আক্রান্ত ব্যক্তির সরাসরি যত্ন নিচ্ছেন ততক্ষণ মাস্ক পরা জরুরি নয়। সোমবার (৩০ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা এসব কথা বলেন।

গণহারে মাস্ক পরলে সুবিধা পাওয়া যাবে এমন সুনির্দিষ্ট কোন প্রমাণ নেই উল্লেখ করে ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান বলেন, আবারও আমরা একই পরামর্শ দিচ্ছি। সবার মাস্ক পরার দরকার নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সবাইকে মাস্ক পরতে পরামর্শ দেই না। কারণ যত্রতত্র মাস্ক পরার কোনোন উপকারিতা আমাদের জানা নেই। মাস্ক পরার মানসিক ও সামাজিক সুবিধা থাকতে পারে। যারা মাস্ক পরছেন, আমরা তাদের সমালোচনা করছি না কিন্তু আমরা তা সবাইকে পরার পরামর্শও দিচ্ছি না।

করোনা: লাইভ আপডেট

ভুল উপায়ে মাস্ক পরলে বরং ক্ষতির আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে, যথাযথ নিয়ম না মেনে মাস্ক পরলে বরং ক্ষতির আশঙ্কাই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদসম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে এই মুহুর্তে মাস্কের অভাব রয়েছে। এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন স্বাস্থকর্মীরা। এসব স্বাস্থকর্মী ভাইরাসের বিরুদ্ধে মূলত সম্মুখযোদ্ধা। তারা প্রতিদিন সবসময় ভাইরাসটিকে সামনাসামনি মোকাবিলা করছেন। তারা যদি যথেষ্ট পরিমাণ মাস্ক না পেয়ে থাকেন তবে বিষয়টি হবে ভয়ংকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগ মহামারি বিশেষজ্ঞ ড. মারিয়া ফন কেরখব সোমবারের ওই সংবাদসম্মেলনে একই কথা বলেন। তিনি বলেন, যাদের মাস্ক সবচেয়ে বেশি প্রয়োজন তারা যেন যথেষ্ট পরিমাণে তা পাচ্ছেন এটা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন মাস্ক সবচেয়ে বেশি প্রয়োজন সম্মুখভাগের যুদ্ধে যারা লিপ্ত তাদের- অর্থাৎ স্বাস্থকর্মীদের।

বিজ্ঞাপন

ফন কেরখব আরও বলেন, বাসা থেকে বের হলেই আপনার মাস্ক পরার দরকার নেই। তবে যদি আপনি বাসায় থাকেন আর সেখানে কেউ অসুস্থ থাকে তবে তার যত্ন নেওয়ার সময় আপনাকে মাস্ক পরতে হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে এমনই এক নিয়মিত সংবাদসম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসব কর্মকর্তারা সতর্কবার্তায় জানিয়েছিলেন, চিকিৎসা সরঞ্জামের ব্যাপক অভাব রয়েছে সারাবিশ্বে। বিশেষ করে চিকিৎসকদের জন্য পারসোনাল প্রোটেকটিভ কেয়ার (পিপিই)-এর অভাব চোখে পড়ার মত।

গত সপ্তাহের সংবাদসম্মেলনে ফন কেরখবে বলেন, এটা আমাদের স্পষ্ট হওয়া দরকার। চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় পিপিই এর অভাব রয়েছে। এমনকি মাস্ক, গ্লোভস, ফেস শিল্ড ও গাউন পর্যন্ত যথেষ্ট পরিমাণে নেই।

উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সার্জিক্যাল মাস্ক গণহারে পরার প্রবণতা দেখা যায়। সেসময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কয়েকটি অনুষ্ঠানে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে যেকোন জায়গায়  মাস্ক পরার প্রয়োজন নেই, এমনকি ভুল উপায়ে মাস্ক পরলে ক্ষতির আশঙ্কাই বেশি।

করোনা: লাইভ আপডেট

আরও পড়ুন-উই হ্যাভ আ ব্যাটল টু উইন…

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্য ক্রয়ে বৈশ্বিক সংকটের আশঙ্কা

ভুল ফলাফল দেয় চীনের র‍্যাপিড টেস্টিং কিট— অভিযোগ দেশে দেশে

করোনা করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ সংস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর