সিডনির ৫ তারকা হোটেলে কোয়ারেনটাইন অভিজ্ঞতা
১ এপ্রিল ২০২০ ১৭:৩৪
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণের মুখে বিদেশ থেকে আসলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হবে অস্ট্রেলিয়ার নাগরিকদের।
এদিকে, সরকারি খরচে পাঁচ তারকা মানের হোটেলে বিদেশ ফেরতদের আইসোলেশনে রাখা হচ্ছে। বুধবার (১ এপ্রিল) এমন একজন আইসোলেসন এ থাকা নারীর ভিডিও প্রকাশ করেছে বিবিসি। ওই ভিডিওতে অস্ট্রেলিয়ান ওই নারী বারবার হুঁশিয়ার করে বলেছেন – ‘কোয়ারেনটাইন মোটেই ছুটির দিন নয়’।
তিনি বলেছেন- সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করে কোয়ারেনটাইনের সময় দায়িত্বশীল আচরন করুন।
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে বুধবার (১ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৬ হাজার জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৫৮ জন।
করোনা: লাইভ আপডেট