কোভিড-১৯: আক্রান্ত ১০ লাখের কাছাকাছি, মৃত প্রায় অর্ধ লাখ
২ এপ্রিল ২০২০ ১০:৩২
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১০ লাখের ঘরে পৌঁছে যাচ্ছে। আর মৃতের সংখ্যা স্পর্শ করছে অর্ধ লাখের ঘর। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন প্রায় দুই লাখ মানুষ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
এদিকে ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, নভেল করোনাভাইরাসে বিশ্বের ২০৩ দেশ ও অঞ্চল এবং দুইটি প্রমোদতরীতে আক্রান্তের মোট সংখ্যা (বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত) ৯ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন, মৃত্যু হয়েছে ৪৭ হাজার ২৪৫ জনের। এছাড়াও চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক লাখ ৯৪ হাজার জন।
সে বিবেচনায় বর্তমানে ছয় লাখ ৯৪ হাজার ৪২৬ জন সংক্রমণের মধ্যে আছেন। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় আছেন ৩৫ হাজার ৬১০ জন।
অন্যদিকে, দুই লাখ ১৫ হাজার ২১৫ জন আক্রান্ত নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এবং ১৩ হাজার ১৫৫ জন মৃত নিয়ে মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি।
এছাড়াও, চীনের ৮১ হাজার ৫৫৪ জন আক্রান্তের মধ্যে বর্তমানে ৭৬ হাজার ৩৮ জন সেরে উঠেছেন। মৃত্যু হয়েছে তিন হাজার ৩১২ জনের। চীনে এখনও সংক্রমণ রয়েছে দুই হাজার চার জনের মধ্যে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের ৩১ তারিখে চীনের উহান থেকে নভেল করনাভাইরাসের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানানো হয়। তিন মাসের মধ্যেই ওই ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ বিশ্বমহামারি হিসেবে আবির্ভূত হয়।
করোনা: লাইভ আপডেট
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)