ঢাকা: করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আজ বৃহস্পতিবারের (২ এপ্রিল) মধ্যে কমপক্ষে এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান এ তথ্য জানান।
আরও পড়ুন- নতুন ২ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬
ডা. হাবিবুর রহমান বলেন, আজ প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটি নির্দেশনা পেয়েছি। তিনি জানিয়েছেন, প্রতিটি উপজেলা থেকে যেন কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরই মধ্যে আমাদের মহাপরিচালক (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ) ঢাকাসহ প্রতিটি বিভাগের পরিচালক ও সব সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন, যেন আজকের মধ্যেই প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দু’টি করে নমুনা সংগ্রহ করা হয়। আমরা যেন অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলো পরীক্ষা করতে পারি।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ২৫ জন। বাকি ২৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।