Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই নম্বরে কল করলে বাসায় পৌঁছে যাবে খাদ্য


২ এপ্রিল ২০২০ ১৬:০৯

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে জনসমাগম নিষিদ্ধ করায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ফলে বন্ধ হয়ে গেছে আয়ের উৎস। দুঃসহ হয়ে উঠেছে জীবিকানির্বাহ। তাই কর্মহীন হতদরিদ্র মানুষরা যেন তিন বেলা খাদ্যসামগ্রী ঠিকমতো পান, সে জন্য হটলাইন নম্বর চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

হটলাইন নম্বরে ফোন করলে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন ডিএসসিসির কর্মকর্তারা। হটলাইন দুটো হলো ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪।

বিজ্ঞাপন

গত ২৮ মার্চ করোনা পরিস্থিতিতে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ঘোষণা দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। আর এ ঘোষণার পর ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে কর্মহীন, হতদরিদ্রের তালিকা করে খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রম শুরু করে সংস্থাটি। কিন্তু তালিকায় থাকা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে যাতে কেউ বাদ না পড়েন এবং যদি কারও নাম সে তালিকায় না আসে ও যেসব নিম্ন মধ্যবিত্ত অসহায় আছেন, যারা লজ্জায় সরাসরি সহায়তা নিতে চান না তাদের কথা ভেবে হটলাইন চালু করেছে ডিএসসিসি।

হটলাইন সেল পরিচালনাকারী ও ডিএসসিসির সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন সারাবাংলাকে বলেন, ‘মেয়র স্যারের নির্দেশে হটলাইন সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে আমরা এরইমধ্যে ৩৬৯ জনকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি তাদের বাসায়।’

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন সারাবাংলাকে বলেন, ‘মানবিক কারণে আমরা মানুষের পাশে খাদ্যসামগ্রীর সহায়তা নিয়ে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও আঞ্চলিক কর্মকর্তাদের সমন্বয়ে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু এসবের মাঝেও যদি কেউ সহায়তা থেকে বাদ পড়ে বা কেউ তালিকায় নাম লেখায়নি লোকলজ্জার ভয়ে কিংবা কোনো না কোনোভাবে তালিকায় নাম আসেনি, কিন্তু তার সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের কথা ভেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

কর্মহীন ডিএসসিসি হটলাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর