Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও বেতন পাননি এমপিওভুক্ত শিক্ষকরা


২ এপ্রিল ২০২০ ২২:২৩

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা এখনও মার্চ মাসে বেতন পাননি। নতুন মাস শুরু হয়ে গেলেও এখনো তাদের সরকারি ভাতা ও সুবিধা ছাড় দেওয়া হয়নি।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে ১৭ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এমনটা হযেছে বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষক। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বলছে, ব্যাংক বন্ধ থাকায় অর্থ ছাড় করতে দেরি হয়েছে। সব প্রক্রিয়া শেষে বেতনের অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে শিগগিরই পাঠানো হবে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক সারাবাংলাকে বলেন, ‘এখন বেতনের টাকা ব্যাংকে জমা দেওয়া হলেও সেটি আমাদের হাতে পৌঁছাতে আরও এক সপ্তাহ লেগে যাবে। মাউশির কর্মকর্তাদের গড়িমসির কারণে এমনটা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টির তদন্ত করলেই সব জানা যাবে।’

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, ‘অনেক শিক্ষকই এমপিওর এই টাকার ওপর নির্ভরশীল হয়ে থাকেন। এই করোনাকালে সে নির্ভরশীলতা আরও বেড়েছে। ফলে এখন বেতন নিয়ে এমনটা না করলেই ভালো হতো।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে ফোন করে অনেক শিক্ষকরা অভিযোগ জানাচ্ছেন। অনেকে বাড়ি ভাড়া দিতে পারছেন না, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় বাজার করতে পারছেন না, এসময় শিক্ষকদের আগে বেতন দেওয়া উচিত ছিল। সেখানে হলো এর উল্টোটা। সামান্য ভুলের কারণে সাড়ে ৪ লাখ শিক্ষক-কর্মচারী এখন কষ্ট করছেন।’

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ছাড় হয়েছে। শিগগিরই তারা ব্যাংক থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন। হঠাৎ করে ব্যাংক খাতে চাপ পড়ে যাওয়ায় এমনটা হয়েছে।’

বিজ্ঞাপন

এমপিও এমপিভুক্ত বেতন মাউশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর