Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচরের জেলেদেরকে ত্রাণ দিলো নৌবাহিনী


৪ এপ্রিল ২০২০ ২২:৪৬

ঢাকা: দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভাসানচরে নৌবাহিনীর কন্টিনজেন্ট সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে। শনিবার (৪ এপ্রিল) সারাদিন স্থানীয় দরিদ্র জেলে, রাখাল ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

করোনার প্রকোপ থেকে ভাসানচরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ থেকে ভাসানচরকে লক ডাউন করা হয়েছে।

পাশাপাশি ভাসানচরের অভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে।

এসময় যথাসম্ভব জনসমাগম পরিহার করে সকলের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্যও প্রচারণা চালানো হয়। এছাড়া নৌবাহিনীর পক্ষ হতে ভাসানচরে অবস্থানরত সবাইকে মাস্ক দেওয়া হয়েছে।

পরবর্তীতে ভাসানচরের প্রায় শতাধিক শ্রমজীবী মানুষ, স্থানীয় দরিদ্র জেলে ও রাখালদের মধ্যে চাল, ডাল, চিড়া, তেল, গুড়, চিনি এবং মিনারেল ওয়াটারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জেলে ত্রাণ বিতরণ নৌবাহিনী ভাসানচর


বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামের ৬ থানায় নতুন ওসি
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩

সম্পর্কিত খবর