ঢামেকের আইসোলেশন ওয়ার্ডে এক নারীর মৃত্যু
৫ এপ্রিল ২০২০ ০০:২৯
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে থাকা ৭২ বছরের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্য পৌনে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।
ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শ্বাসকষ্ট ছিল। পাশাপাশি তাপমাত্রাও একটু বেশি ছিল। এজন্য তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তাকে ভর্তি করা হয়নি। করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।’
মৃত নারীর ছেলে জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তারা মিরপুর ডিওএইচএস এলাকায় থাকেন। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকস সহ নানা রোগে ভুগছিলেন। তবে তার জ্বর ছিল না। আজ সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন সন্ধ্যায় তার মৃত্যু হয়।