ঢাকা: বাংলাদেশে থাকা রাশিয়ার ১৭৮ নাগরিক দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে। রাশিয়ার একটি বিশেষ চাটার্ড বিমানে তারা ঢাকা ছেড়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
এর আগে রোববার ( ৪ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২২ নাগরিক ঢাকা ছেড়ে যায়। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ চাটার্ড বিমানে করে তারা বাংলাদেশ ত্যাগ করেন। গত ৩০ মার্চ করোনাভাইরাসের কারণে ঢাকা ছাড়েন যুক্তরাষ্ট্রের আরও ২৬৯ নাগরিক। তাদের সঙ্গে সেমসয় ৭টি কুকরও ছিল। এছাড়া ২ এপ্রিল জাপানের ৩২৭ নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ নাগরিক ও ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।