নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় ইউরোপের পাঁচ দেশকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মাস্ক পাঠিয়েছে ভিয়েতনাম। বুধবার (৮ এপ্রিল) ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।
এর আগে, হ্যানয়ে নিযুক্ত ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্যের অ্যাম্বাসেডরদের কাছে অ্যান্টিমাইক্রোবায়াল ফেব্রিকে তৈরি ওই মাস্কগুলো হস্তান্তর করেন ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য দেখানো ভিয়েতনামের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মাস্কসহ আরও কিছু মেডিকেল ইকুইপমেন্টস চীন, লাওস ও কম্বোডিয়ায় পাঠিয়েছে।
অন্যদিকে, দক্ষিণপূর্ব এশিয়ার এইদেশটি তাদের মাস্ক উৎপাদকদের প্রতি আহ্বান জানিয়েছে – তারা যেনো দৈনিক উৎপাদন ৫ লাখ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করেন।
প্রসঙ্গত, ভিয়েতনাম চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে মাত্র ১৬০০ কিলোমিটার দূরে, কিন্তু এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারিতে দেশটিতে মাত্র ২৪৯ জন আক্রান্ত হয়েছেন এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্য বিভাগের কঠোর পদক্ষেপ গ্রহণ, গণজরিপ চালানো, দ্রুত পরীক্ষার ব্যবস্থা করার মাধ্যমে তারা সফলভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।