Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশন কর্মীদের জন্য পিপিই দিল কেএসআরএম


৮ এপ্রিল ২০২০ ২০:৩৮

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে দায়িত্ব পালনের সময় চট্টগ্রামে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরতদের ব্যবহারের জন্য পারসোনল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিল (কেএসআরএম) লিমিটেড।

বুধবার (০৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতার হাতে কেএসআরএম’র পক্ষে এসব পিপিই তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।

বিজ্ঞাপন

মিজানুল ইসলাম সারাবাংলাকে জানান, করোনা পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার কথা বলা হলেও সাংবাদিকদের বাসায় থাকার সুযোগ নেই। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে ছুটতে হচ্ছে মাঠে-ময়দানে। বিশেষ করে টেলিভিশন চ্যানেলে যারা কাজ করেন, তাদের ঘটনাস্থলে যাবার বাধ্যবাধকতা আছে। গণমাধ্যম কর্মীদের ঝুঁকির কথা বিবেচনা করে কেএসআরএম’র উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান এসব পিপিই দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী ও অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক।

কেএসআরএম

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর