জয়পুরহাট: নারায়নগঞ্জ থেকে করোনা উপসর্গ— জ্বর,সর্দি, কাশি ও গলাব্যাথাসহ আসা এক যুবককে জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর গ্রামে আইসোলেশনে রাখা হয়েছে। ওই যুবকের বাড়িসহ আশপাশের আরও তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। যুবকের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা: সেলিম মিয়া জানান, নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করতো ওই যুবক। দুই তিন দিন আগে তার নিজ বাড়িতে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে আসে। খবর পেয়ে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে ওই যুবকের বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে আসা ১৩ জন হোম কোয়ারেনটাইনে, প্রাতষ্ঠিানিক কোয়ারেনটাইনে দুইজন ও একজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদেরসহ করোনা উপসর্গ সন্দেহে মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে এ পর্যন্ত মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও তিন জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো পেতে দেরী হচ্ছে বলেও তিনি জানান তিনি।