ভোলায় ৫০০ যাত্রীসহ ৩ ট্রলার জব্দ, দুই চালক আটক
৯ এপ্রিল ২০২০ ২১:০৬
ভোলা: সরকারি নির্দেশ অমান্য করে নদীপথে যাত্রী নিয়ে ভোলায় প্রবেশ করায় ৩টি ট্রলার জব্দ করেছে পুলিশ। এসময় ট্রলারের দুই চালককে আটক করা হলেও অপর ট্রলারের চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের মেঘনা নদী থেকে ট্রলার ও চালকদের আটক করা হয়। তিনটি ট্রলারে থাকা ৫ শতাধিক যাত্রীকে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো ভোলায়ও সরকারি নির্দেশে যানবাহন ও নৌ পরিবহন বন্ধ রয়েছে। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশ জংশন ঘাটে তিনটি ট্রলার এলে ট্রলারগুলো জব্দ করা হয়। এ সময় ট্রলারের দুই চালককে আটক করা হলেও অপর ট্রলারের চালক পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটক দুই চালক ও ট্রলার তিনটির বিষয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।