Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোক্তা স্বার্থে জরুরি সেবা অব্যাহত রেখেছে বিএসটিআই


১০ এপ্রিল ২০২০ ০৯:৩৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১২:৩৯

ঢাকা: ভোক্তার হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করতে জরুরি সেবা অব্যাহত রেখেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিশেষ করে বিদেশ থেকে যেন নিম্নমানের পণ্য আমদানি করা না যায় এবং আমদানিকারকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে জরুরি টেস্টিং সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুঁড়ো দুধ, শিশুখাদ্যসহ আমদানির ক্ষেত্রে বাধ্যতামূলক ৫৫টি পণ্য বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়। এরপর সেসব পণ্য দেশের বাজারে বাজারজাত করা হয়। এ লক্ষ্যে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়সহ বিভিন্ন বন্দর এলাকার সংশ্লিষ্ট ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ল্যাবরেটরি চালু রাখা হয়েছে। এগুলোতে নিয়মিত পরীক্ষা চলছে।

বিজ্ঞাপন

এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে জনসাধারণ যেন মানসম্পন্ন পণ্য কিনতে বা ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেও বিএসটিআই কাজ করছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, বিশেষ করে ইফতার ও সেহেরিতে বেশি ব্যবহৃত হয়— এরকম চার শতাধিক খাদ্যপণ্যের নমুনা খোলাবাজার থেকে সংগ্রহ করা হয়েছে। ওইসব পণ্যের নমুনা বিএসটিআই ল্যাবরেটিরিতে পরীক্ষাধীন।

এসব পণ্যের মধ্যে রয়েছে— মুড়ি, লাচ্ছা সেমাই, ভার্মিসিলি সেমাই, ঘি, বাটার অয়েল, নুডুলস, সফট ড্রিংকস পাউডার, আটা, ময়দা, সুজি, চিনি, আয়োডিনযুক্ত লবণ ইত্যাদি। ল্যাবরেটরি পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে বলেও বিএসটিআই জানিয়েছে।

খাদ্যপণ্য পণ্যের মান পরীক্ষা বিএসটিআই শিল্প মন্ত্রণালয়

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর