অর্ধেক বেতন কাটা যাচ্ছে নেইমার-এমবাপেদের
১০ এপ্রিল ২০২০ ১৯:৫৬
ঢাকা: বার্সেলোনা, রিয়াল মাাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবগুলোকে অনুসরণ করে খেলোয়াড়দের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সবচেয়ে ধনী ক্লাব পিএসজিও। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, খেলোয়াড়দের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাবটি।
করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলাই বন্ধ হয়ে গেছে। যাতে ক্লাবগুলো বড় ক্ষতির মুখে পড়েছে। প্রায় সব ধরনের আয় বন্ধ হয়ে গেলেও চুক্তিবদ্ধ খেলোয়াড় ও স্টাফদের বেতন ঠিকই দিতে হচ্ছে। এই অবস্থায় ক্ষতির পরিমাণ কমাতে খেলোয়াড় ও স্টাফদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে পরিচিত ক্লাবগুলোকে।
দুর্দিনে কীভাবে পিএসজির ক্ষতির পরিমাণ কমানো যায় তা নিয়ে আলোচনায় বসেছিল লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) এবং ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলারস (ইউএনএফপি)। এই দুই সংগঠনের আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে বেতন কাটার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে আলোচনায় এটাও চূড়ান্ত হয়েছে যে, বেতন কর্তনে কোন ফুটবলারকে জোর করা যাবে না।
বেতনের তারতম্য অনুযায়ী কার্তনের কথা বলা হয়েছে। মাসে যারা ১ লাখ ইউরোর বেশি আয় করেন তাদের বেতনের ৫০ শতাংশ কর্তন করা হবে। নেইমার, কিলিয়ান এমবাপে, ডি মারিয়ার মতো পিএসজির বেশ কয়েকজন ফুটবলারই মাসের ১ লাখ ইউরোর বেশি আয় করেন।
বলা হয়েছে, যেসব খেলোয়াড় ৫০ থেকে ১ লাখ ইউরো আয় করেন তাদের বেতন কাটা হবে ৪০ শতাংশ। এরপর যথাক্রমে ২০ হাজার থেকে ৫০ হাজার আয় করাদের ক্ষেত্রে ৩০ শতাংশ, ১০ থেকে ২০ হাজার আয় করাদের ক্ষেত্রে ২০ শতাংশ এবং ১০ হাজার ইউরোর কম আয় করা ফুটবলারদের বেতন না কাটার সিদ্ধান্ত হয়েছে।
ফরাসি গণমাম্যমে খবর, করোনাভাইরাসের কারণে পিএসজির আর্থিক ক্ষতি তিনশ মিলিয়ন ছাড়িয়ে যাবে। ভাইরাসটির প্রভাবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ বন্ধ হয়েছে অনেক আগেই। ঠিক কবে নাগাদ আবার শুরু হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে।