Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বেকার দিনমজুর পাওনা টাকার জন্য খুন করলেন


১০ এপ্রিল ২০২০ ২১:২২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে বেকার এক দিনমজুর পাওনা টাকার জন্য খুন করেছেন পরিচিত এক যুবককে। গ্রেফতারের পর ওই দিনমজুর আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার তুফানি রোডের নতুন মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে হত্যায় জড়িত দিনমজুর চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

হত্যায় অভিযুক্ত এমরান হোসেন (৪৫) নোয়াখালী জেলার সুধারাম উপজেলার দত্তের হাটের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত মো. নজরুল ইসলাম (৩০) বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে এমরান উল্লেখ করেছেন- তিনি পেশায় দিনমজুর। নজরুল খুচরা ইয়াবা বিক্রেতা। পূর্ব পরিচিত নজরুলের কাছ থেকে এমরান কয়েকবার ইয়াবা কিনেছেন। এভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এর সুবাদে বিভিন্নসময় এমরানের কাছ থেকে টাকা ধার নেন নজরুল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে এমরান বেকার হয়ে পড়েছেন। এখন তার কোনো কাজ নেই, হাতে টাকাও না থাকায় তিনি অভাবের মধ্যে দিনযাপন করছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বায়েজিদ বোস্তামি থানার তুফানি রোডের নতুন মসজিদের সামনে এমরানের সঙ্গে নজরুলের দেখা হয়। এসময় এমরান অভাবের কথা বলে তার কাছে পাওনা টাকা দাবি করেন। কিন্তু নজরুল হঠাৎ মারমুখী আচরণ শুরু করেন। এমরানের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে এমরানকে নজরুল ঘুষি মারলে তার নাক-মুখ বেয়ে রক্ত ঝরতে থাকে।

বিজ্ঞাপন

তখন এমরান বাসায় গিয়ে ছুরি নিয়ে এসে নজরুলকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ক্ষুব্ধ এমরানকে আটকাতে পারেননি বরং জাহাঙ্গীর নামে স্থানীয় একজনও ছুরির আঘাতে আহত হন। নজরুলকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে এমরান রক্তমাখা ছুরিটি নালায় ফেলে দিয়ে বাসায় চলে যান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।

নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাাণ তালুকদার সারাবাংলাকে বলেন, ‘ইয়াবা সেবন নিয়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। এমরান কর্মহীন হয়ে পড়ায় তার পাওনা টাকা চেয়েছিল নজরুলের কাছে। এ নিয়ে ‍দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে এমরান নজরুলকে খুন করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এমরানকে তার বাসা থেকে গ্রেফতার করি। আজ (শুক্রবার) বিকেলে তাকে হত্যা মামলায় আদালতে হাজির করা হয়।’

খুন পাওনা টাকা বেকার দিনমজুর

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর