খুনি মাজেদের সঙ্গে দেখা করেছেন স্বজনরা, প্রস্তুত ১০ জল্লাদ
১০ এপ্রিল ২০২০ ২২:১২ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ২৩:৪১
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের পাঁচ সদস্য। শুক্রবার (১০ এপ্রিল) তারা এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারীরা হলেন মাজেদের স্ত্রী সালেহা, স্ত্রীর বোন, বোন জামাই, ভাতিজা ও মাজেদের চাচা শ্বশুর। তবে এটি স্বজনদের সঙ্গে শেষ সাক্ষাৎ কি না তা জানা যায়নি।
এ দিকে খুনি মাজেদের ফাঁসির জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদদের ১০ সদস্যের একটি টিম। ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গোয়েন্দা সংস্থা সূত্রে এ সব তথ্য জানা গেছে।
খুনি মাজেদের সঙ্গে পরিবার সদস্যদের সাক্ষাৎ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মাহবুবুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মাজেদের পরিবারের সদস্যরা প্রায় ঘণ্টাখানেক মাজেদের সঙ্গে কথা বলেছেন।’
তিনি বলেন, ‘আমরা ফাঁসি কার্যকরে সবসময় প্রস্তুত আছি। নির্বাহী আদেশ এলে কারা কর্তৃপক্ষ যে কোনো সময় ফাঁসি কার্যকর করবে।’
শুক্রবার (১০ এপ্রিল) ফাঁসির রায় কার্যকরের কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে ভালো বলতে পারবেন।’
এদিকে কারাগার সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করতে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে ১০ সদস্যের একটি জল্লাদ টিম গঠন করা হয়েছে। জল্লাদ টিমে রয়েছেন মো. আবুল হোসেন, তরিকুল ইসলাম ও সোহেল রানা। এরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি। টিমের বাকি সদস্যদের নরসিংদী ও কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। এই টিমই মাজেদের ফাঁসি কার্যকর করবেন বলে জানিয়েছে সূত্রটি।
ফাঁসির বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন সারাবাংলাকে বলেন, ‘যে কোনো ফাঁসির জন্য প্রত্যেকটি কারাগার প্রস্তুত থাকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারও এর ব্যতিক্রম নয়। তবে আজ ফাঁসির কোনো সম্ভাবনা নেই। কারণ এ সংক্রান্ত কোনো নির্দেশনা কারা কর্তৃপক্ষ পায়নি।’
ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান সারাবাংলাকে বলেন, ‘কোনো আসামির ফাঁসি কার্যকরের সময় জেলা প্রশাসনের একজন কর্মকর্তা উপস্থিত থাকেন। আমরা এ সংক্রান্ত কোনো চিঠি পাইনি। চিঠি হাতে পেলে ফাঁসির দিনক্ষণ বলতে পারতাম।’
ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় দায়িত্ব পালন করেন এমন একটি গোয়েন্দা সংস্থার সদস্য সারাবাংলাকে বলেন, ‘আজ বা কাল মাজেদের ফাঁসির কোনো সম্ভাবনা নেই। ফাঁসির জন্য কারাগার প্রস্তুত থাকলেও আনুষঙ্গিক প্রস্তুতি এখনও শেষ হয়নি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ এখনও আসেনি।’
এর আগে গত ৮ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি কর্নেল (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি। এর ফলে তার ফাঁসির রায় কার্যকরে কোনো বাধা নেই।
এর আগে, (৮ এপ্রিল) দুপুরে ঢাকা জজ আদালত মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন। পরোয়ানার সেই কপি কারাগারে যায় এবং মাজেদ প্রাণভিক্ষার আবেদন করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর পৌঁনে চারটায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী মাজেদকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
বঙ্গবন্ধুকে হত্যাকারী এই মাজেদ দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। গত মাসের যে কোনো সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাজেদ দেশে ফেরেন।
১৫ আগস্ট ক্যাপ্টেন মাজেদ টপ নিউজ বঙ্গবন্ধুর খুনি মাজেদ শেখ মুজিবুর রহমান