জামাল ভূঁইয়ার বাড়িতে ডাকাতি!
১১ এপ্রিল ২০২০ ০১:০৬
ঢাকা: জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ময়মনসিংহের নান্দাইলে তার পৈত্রিক বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। তবে এ ঘটনাকে ডাকাতি নয়, দুই পক্ষের মারামারি বলে জানিয়েছে নন্দাইল থানা পুলিশ।
জামাল ভূঁইয়ার পরিবারের অভিযোগ, সপ্তাহখানেক আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে ১০-১২ জনের একটি দল নান্দাইল উপজেলার জামাল ভূঁইয়ার পৈত্রিক বাড়িতে হামলা করে। প্রথমে ৭-৮ জনের একটি দল একযোগে বাড়িতে ঢুকে পথের বেড়া (দেউড়ি), বারান্দার গ্রিল, স্টিলের দরজায় এলোপাথাড়ি কোপাতে থাকে। ৩-৪ জনের একটা দল বারান্দার তালা ভেঙে ঘরে ঢুকে। তারপর দরজা ভেঙে মূল ঘরে প্রবেশ করে। আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে তারা। ভাঙচুর এবং কোপাকুপির প্রচণ্ড শব্দে বাড়ির মানুষ সজাগ হয়ে যায় এবং তাদেরকে ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা জুনায়েদ ভূঁইয়া (জামাল ভুঁইয়ার চাচাতো ভাই) ও জিন্নাহ ভুঁইয়াকে (জামাল ভূইয়ার চাচা) প্রাণনাশের হুমকি দেয়।
পরদিন শুক্রবার সকালে জুনায়েদ ভূঁইয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
জামাল ভূঁইয়ার চাচাতো ভাই জুনায়েদ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘সপ্তাহখানেক আগের ঘটনা এটি। রাতের খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছি। রাত দেড়টার দিকে হঠাৎ ডাকাতরা হামলা করে। এসময় তারা হুমকি দিয়ে রাখে যদি বের হই শারীরিকভাবে ক্ষতি করবে। প্রত্যেক ঘরের সামনে লোক রাখা ছিল। ওদের মুখে ছিল মুখোশ। দরজা ভেঙে দেড় লাখের মতো টাকা ও কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ওইদিন লোডশেডিং থাকায় বাড়িতে সৌরবিদ্যুৎ ছিল। স্পষ্ট কথা শুনে চিনতে পেরেছি। মামলা করেছি এক সপ্তাহ আগে। এখনও কেউ গ্রেফতার হয়নি।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ডাকাতি নয়, জামাল ভূঁইয়ার চাচাতো ভাইয়ের (জুনায়েদ ভূঁইয়া) সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। দুই পক্ষই মামলা করেছে। এর আগেও দুই পক্ষ দুটি মামলা করেছিল।’
এ ঘটনায় পরিবারের সবাই আতঙ্কে আছেন বলে জানান জুনায়েদ ভূঁইয়া। তিনি বলেন, ‘আমার বাবা-মা, দুই বোন, ছোট ভাই সবাই আতঙ্কে আছে। ডাকাতদের কেউই গ্রেফতার হয়নি এখনও। পুলিশ এসেছিল দুইবার। দুইবারই আসামীদের গ্রামে গিয়ে ধরার চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি। এখন করোনাভাইরাস নিয়ে পুলিশ ব্যস্ত থাকায় আর ওদের গ্রেফতার তৎপরতা চলছে না।’
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের খেলাধুলা বন্ধ থাকায় জামাল ভূঁইয়া ডেনমার্কে অবস্থান করছেন।