Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চি‌কিৎসক ও রোগীদের সুরক্ষায় অনুদান দিলেন গাজী গোলাম মর্তুজা


১১ এপ্রিল ২০২০ ২১:৫২

নারায়ণগঞ্জ: করোনাভাইরাস মোকা‌বিলায় চি‌কিৎসক ও রোগীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইম‌তিয়াজ আলমকে ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা।

শ‌নিবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে এ অনুদান দেওয়া হয়। গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজার পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুনের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

বিজ্ঞাপন

এছাড়া নারায়ণগঞ্জের ৬টি সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসকদের ব্যবহারের জন্য ৬০০ হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়।

এ সময় উপ‌স্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মো. ফিরোজ ভূঁইয়া ও দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো. মুন্না খানসহ অনেকে।

অনুদান করোনা মোকবিলা গাজী গোলাম মর্তুজা রূপগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর