অনুমতি ছাড়াই ৫ লাখ ডলার পেমেন্ট করতে পারবে আমদানিকারক
১২ এপ্রিল ২০২০ ১৮:১৯
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই এখন থেকে আমদানিকারকরা পাঁচ লাখ ডলার পর্যন্ত আমদানি বিল পরিশোধ (বুলেট রি-পেমেন্ট) করতে পারবেন। এই বিল পরিশোধের মেয়াদ হবে ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম।
রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি সামাল দিতে আমদানিকারকদের বুলেট রি পেমেন্টের শর্ত সহজ করা হলো। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে, যেকোন পরিমাণ বুলেট পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হতো। নতুন সার্কুলার অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নেই।
এছাড়াও নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পর পর আমদানি বিল পরিশোধ করার কথা থাকলেও এখন তা এককালীন পরিশোধ করার সুযোগ পাবেন আমদানিকারকরা।