Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না: বেনজীর


১৩ এপ্রিল ২০২০ ১৫:০৯

ফাইল ছবি

ঢাকা: করোনার দুর্যোগে ত্রাণ-সামগ্রী সহায়তার নামে লুটপাটকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পেতে যাওয়া ড. বেনজীর আহমেদ।

বলেছেন, ‘ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। যারা ত্রাণের নামে লুটপাট করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে র‌্যাব সদর দফতর থেকে অনলাইন ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

বেনজীর বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশ জাতি যখন করোনার মহামারিতে বিপর্যস্ত তখনও দেখা যাচ্ছে কেউ কেউ ত্রাণ-সামগ্রী লুটপাটের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরও বলেন, এই সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে অসহায়দের প্রাপ্য হক নিয়ে কেউ নয়-ছয় করলে তা বরদাস্ত করব না। এমন কাণ্ডে জড়িতেদের ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বেনজীর বলেন, কেউ কেউ এক সের চাল দিতে গিয়ে ২০ জন মানুষকে একত্রিত করে। যাদের সাহায্যের প্রয়োজন, তাদের বাড়ি বাড়ি গিয়েও দিয়ে আসা যায়। এতে শৃঙ্খলা থাকে। ত্রাণ দেওয়ার নামে লোকসমাগম করার তো দরকার নেই। প্রয়োজনে সরকারি সংস্থাগুলো সহায়তায় ত্রাণ বিতরণ করুন।

সবার উদ্দেশে তিনি বলেন, ন্যূনতম প্রয়োজন ছাড়া কোথাও বের হবেন না। এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়ার চিন্তাও করবেন না। এই মহামারি থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।

করোনাভাইরাস চাল চুরি ত্রাণ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর