Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ টাকার চাল বিক্রি কার্যক্রম সাময়িক স্থগিত


১৩ এপ্রিল ২০২০ ১৭:৫৩

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে ১০ টাকা কেজি দরে চাল খোলা বাজারে বিক্রির (ওএমএস) বিশেষ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সরকার।

সোমবার (১৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমানারা খানুম বলেন, বাংলাদেশে এখন কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সামাজিক বিচ্ছিন্নতা কর্মসূচি পালনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু দেখা যাচ্ছে, ১০ টাকা কেজি দরে চাল কেনার জন্য অনেক মানুষই ভিড় করছেন। এতে করে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকে। এই চাল কিনতে দেওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই, তাই মানুষের সংখ্যাও নিয়ন্ত্রণ করা অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে। তাই আপাতত কোভিড-১৯ পরিস্থিতির কারণে সাময়িকভাবে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে আবার এই বিশেষ সেবা কার্যক্রম শুরু করা হবে বলেও জানান খাদ্য সচিব।

১০ টাকার চাল ওএমএস খোলা বাজারে চাল বিক্রি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর