লকডাউন বাস্তবায়নে নৌপথে কোস্টগার্ডের পাহারা জোরদার
১৪ এপ্রিল ২০২০ ১১:২০
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে পার্শ্ববর্তী সব জেলা থেকে যানবাহন ও সাধারণ মানুষের অবাধে প্রবেশ এবং বহির্গমন ঠেকাতে নৌপথে পাহারা জোরদার করেছে কোস্টগার্ড।
নির্দেশনা অনুযায়ী নৌপথে জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান পথে রয়েছে কোস্টগার্ড। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার ২১ জেলার যাতায়াত রুট লক্ষ্মীপুর মজুচৌধুরী হাট ফেরিঘাট-ভোলা বরিশালসহ প্রায় সর্ম্পূণ রুপে বন্ধ রয়েছে। ওই রুটে জনসমাগম ও গণপরিবহন রোধে টহলসহ কঠোর অবস্থান রয়েছে অতিরিক্ত কোস্টগার্ড।
নদীর তীরবর্তী এলাকার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও কাজ করছে কোস্টগার্ডের সদস্যরা।
লক্ষ্মীপুর মজুচৌধুরীহাট দায়িত্বরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট মেহিদ হাসান জানান, মেঘনা নদীর মজুচৌধুরী হাট ফেরিঘাটসহ মেঘনার বিভিন্ন পয়েন্টে পাহারা জোরদার করা হচ্ছে। নদীপথ দিয়ে যেন কেউ যাতায়াত করতে না পারে সেজন্য নিয়মিত টহলের পাশপাশি সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।