Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্যোগে করোনা পরীক্ষার ল্যাব বসছে না.গঞ্জে


১৬ এপ্রিল ২০২০ ১১:২৯

ঢাকা: নারায়ণগঞ্জ ৩০০ বেড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা একটিও এন৯৫ মাস্ক পায়নি বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। ওই জেলায় ৩ চিকিৎসকসহ ১৬ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত বলে তিনি জানান।

এ ছাড়া করোনাভাইরাসের টেস্ট করার জন্য আলাদা পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান ৩০০ বেড হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জে একটি পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সচিবালয় প্রান্ত থেকে যুক্ত হন স্বাস্থ্য সচিব আসাদুল হক। তিনি বলেন, ‘মার্কিন একটি কোম্পানি এন৯৫ মাস্ক তৈরি করে। কিন্তু সারাবিশ্বে চাহিদার কারণে এই মাস্কের সংকট আছে। আমাদের এখানেও সে সংকট রয়েছে। তবে অন্যান্য দেশে উৎপাদিত এন৯৫ সমমানের মাস্ক আমাদের কাছে আছে। সেগুলো সবখানেই দেওয়া হয়েছে। অনেক জায়গায় হয়তো প্রয়োজনের তুলনায় কম দেওয়া হয়েছে। সেখানে আরও দেওয়া হবে।’

নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা যায় কি না, সে বিষয়টি নিয়েও জানতে চান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আরটি-পিসিআর ল্যাব স্থাপনের জন্য যে ধরনের বায়োসেফটি গ্রেডের ল্যাব প্রয়োজন, তেমন ল্যাব পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে।

এ সময় এরকম একটি ল্যাব স্থাপনের জন্য উপযুক্ত কোনো রিসার্চ সেন্টার খুঁজে না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সচিবালয় প্রান্তে এসময় যুক্ত হন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী চেষ্টা করছেন একটি ল্যাব স্থাপন করার জন্য। আমাদের পিসিআর মেশিনেরও সংকট রয়েছে। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যত দ্রুতসম্ভব নারায়ণগঞ্জে যেন একটি পিসিআর ল্যাব বসানো যায়।’

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে মাস্ক সংকট বিষয়ে মহাপরিচালক বলেন, হাসপাতালটির তত্ত্বাবধায়ক নিজেই করোনাপজিটিভ। তার সঙ্গেই সবসময় যোগাযোগ হতো। তিনি যেভাবে চাহিদা দিয়েছেন, সেভাবে আমরা সরঞ্জাম সরবরাহ করেছি। এখন আরএমও (হাসপাতালের আবাসিক কর্মকর্তা, এখন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক) যেটি বললেন, ‘আমরা এখনই চেক করব। কোনো সুরক্ষা সরঞ্জামের সংকট থাকলে সরবরাহ করব। আমাদের এন৯৫ মাস্কের ঘাটতি আছে। এর সমমানের মাস্ক বরাদ্দ দেব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে করোনা পরীক্ষার জন্য যেসব স্যাম্পল কালেকশন করা হচ্ছে, সেগুলো যেন দ্রুত ডিসপোজ অফ করা হয়। প্রয়োজনীয় নারায়ণগঞ্জের জন্য ঢাকার কোনো একটি ল্যাব ডেডিকেট করে দিন।’

শুধু নারায়ণগঞ্জ নয়, বেশি উপদ্রুত যেসব এলাকা, সেসব এলাকার স্যাম্পল দ্রুত পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এন৯৫ মাস্ক করোনা পরীক্ষা করোনাভাইরাস গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর