Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানে জরুরি ওষুধ সহায়তা পাঠালেন প্রধানমন্ত্রী


১৬ এপ্রিল ২০২০ ১৬:০১

ঢাকা: নভেল করোনাভাইরাস প্রতিরোধে প্রতিবেশী দেশ ভুটানের জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষায় জরুরি ওষুধ সহায়তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা পাঠানো হয়। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এ সহায়তা পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বার্তায় বলা হয়, দুইটি চালানে পাঠানো এই চিকিৎসা সহায়তার প্রথম চালানে ১০ লাখ ইউনিটের মাল্টি-ভিটামিন এবং ৫ লাখ ইউনিটের ভিটামিন সি (সিভিট) ট্যাবলেট রয়েছে। সহায়তার প্রথম চালানটি এরই মধ্যে ঢাকা ছেড়ে থিম্পুর পথে রয়েছে।

বার্তায় আরও বলা হয়, দ্বিতীয় চালানের সহায়তা আগামী ১৯ এপ্রিল থিম্পুর উদ্দেশে সীমান্ত অতিক্রম করার কথা রয়েছে।

এর আগে ভুটানের রাজা করোনা প্রতিরোধে সহায়তা চেয়ে বার্তায় দিয়েছিল। অন্যদিকে, প্রতিবেশি রাষ্ট্র ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বীকৃতি দেওয়া রাষ্ট্র হচ্ছে ভুটান।

ওষুধ সহায়তা টপ নিউজ প্রধানমন্ত্রী ভুটান শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর