Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারিয়ে গেল ১০ বছরের অর্জন, ৪ সপ্তাহে বেকার ২ কোটি মার্কিনি


১৬ এপ্রিল ২০২০ ২২:০৬

মহামারি করোনাভাইরাসের ধাক্কায় মাত্র চার সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ চাকরী হারিয়েছেন। ১১ এপ্রিল পর্যন্ত বেকারত্ব ভাতা চেয়ে নতুন জমা পড়া আবেদনের সংখ্যা জানিয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে চার সপ্তাহে মোট চাকরী হারানোর সংখ্যা যুক্তরাষ্ট্রে গত ১০ বছরে সৃষ্ট মোট চাকরীর সমান। খবর ব্লুমবার্গ, আরটি নিউজ।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের সবকটি রাজ্যে লকডাউন ঘোষণা করার ফলে ব্যবসায়িক-বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। উৎপাদন কারখানা থেকে শুরু করে ক্ষুদ্র বিনিয়োগ ও দোকানপাট বন্ধ রয়েছে। আর এতে বিপাকে পড়েছেন এসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। ব্যবসায়িক কার্যক্রম না থাকায় ব্যয় সঙ্কোচন নীতি গ্রহণ করে কর্মী ছাটাই করেছে অনেক প্রতিষ্ঠান।  যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের দেওয়া তথ্যমতে দেশটিতে করোনাকালে চাকরী হারিয়েছেন বলে  চার সপ্তাহে আবেদন জমা পড়েছে ২ কোটি ২০ লাখ ।

বিজ্ঞাপন

এ সংখ্যা মহামন্দার পর ২০০৯ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত দেশটিতে সৃষ্ট মোট চাকরীর প্রায় সমান। উল্লেখ্য, মহামন্দার পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৪০ লাখ ৪০ হাজার নতুন চাকরী সৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের দেওয়া তথ্য থেকে জানা গেছে, দেশটিতে এখন বেকারত্বের হারেরও ব্যাপক উল্লম্ফন হয়েছে। চার সপ্তাহে ২ কোটির বেশি চাকরী হারানোর ফলে যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে বেকারত্বের প্রকৃত হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ শতাংশ। যা ২০০৯ সালে মহামন্দার ঠিক পর পর বেকারত্বের হারের চেয়েও বেশি। সেসময় দেশটিতে বেকারত্বের হার ছিল ১০ শতাংশ।

শ্রম বিভাগের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে চাকরী হারানোর সংখ্যা আগের দুই সপ্তাহের তুলনায় হ্রাস পেয়েছে। গেল সপ্তাহে চাকরী হারিয়েছেন বলে আবেদন জমা পড়েছে প্রায় ৫২ লাখ। আগের দুই সপ্তাহেই এ সংখ্যা ৬০ লাখের উপরে ছিল। তবে আগামী সপ্তাহগুলোতে এ সংখ্যা আরও কমতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার। যা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে যেকোন দেশে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

আরও পড়ুন- করোনা ঠেকাতে ২ ট্রিলিয়ন ডলার প্রণোদনা—মার্কিন কংগ্রেসে বিল পাস

করোনাভাইরাস টপ নিউজ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর