Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ঝুঁকি বাড়িয়েছে জানাজা, খেলাফত নেতা বলছেন, ‘কিছুই হবে না’


১৮ এপ্রিল ২০২০ ২০:২১

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাজার হাজার লোকের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হওয়ায় জেলাটিতে করোনাভাইরাস বিস্তারের ঝুঁকি তৈরি হয়েছে। তবে আয়োজনক সংগঠক বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা বলছেন, এই জানাজার কারণে করোনা ছড়াবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেন, ‘নিরাপদ দূরত্ব রেখেই সেখানে জানাজা হয়েছে। যে যার মতো আলেম-ওলামারা যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখেছ। আশা করি, আমাদের জানাজার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস ছড়াবে না।’

দলটির সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাজা প্রসঙ্গে আজিজুর রহমান হেলাল সারাবাংলাকে শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ সব কথা বলেন।

খেলাফত নেতা হেলাল বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বিষয়ে মানুষ নানারকম ঝুঁকির কথা বলতেই পারে। নানারকম কুচিন্তা করতেই পারে। আল্লাহপাক আমাদের প্রিয় হুজুরকে নিয়ে গেছেন। মানুষ তার জানাজায় অংশ নিয়েছে। দুনিয়ায় যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছাতেই। তবে আমরা আশা করি, আল্লাহর রহমতে জানাজার কারণে করোনাভাইরাস ব্রাহ্মণবাড়িয়ায় ছড়াবে না।’

‘লকডাউনের এই সময়ে এত বড় জমায়েত যথার্থ ছিল কি না, এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি তৈরি হলো কি না’ জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের এ নেতা বলেন, ‘এটির সঙ্গে আবেগ-অনুভূতির সম্পর্ক জড়িত। হুজুর সকলের প্রিয় ছিলেন। তবে তার জানাজায় যে এত মানুষ  জড়ো হবে কেউই ভাবতে পারেনি। এটি তো প্রশাসনও বলেছে। এ ছাড়া হুজুরের পরিবারও কল্পনা করেনি এত মানুষ সেখানে হবে।’

আরও পড়ুন:  জানাজায় হাজার হাজার মানুষ, পুলিশ বলছে ‘কিছুই করার ছিল না’

‘করোনাভাইরাস মোকাবিলায় সরকার যে সব সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমরাও একমত। মসজিদে নামাজ না পড়ার সিদ্ধান্ত হয়েছে সেখানেও আমরা একমত। সরকারের সব সিদ্ধান্ত মেনেই আলেম-ওলামারা কাজ করছেন। ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে আমরা সচেতন থাকব’ বলেন আজিজুর রহমান হেলাল।

যদিও করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছে স্বাস্থ্য অধিদফতর। কেননা লোকসমাগম করোনাভাইরাসের ঝুঁকি বাড়ায়। জনগণকে সচেতন করতে স্বাস্থ্য অধিদফতর থেকে বলা সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে, জনসমাগম এড়িয়ে চলুন, ঘরে থাকুন। নিরাপদ দূরত্বে থাকুন।

বাংলাদেশ খেলাফত মসলিস নেতার এমন বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেছিলেন, আমরা আলেমদের সঙ্গে আলোচনা করেছিলাম। বলেছিলাম লোক সমাগম যেন না হয়। তারপরও লোক সমাগম হয়েছে।

তিনি বলেন, ‘বিষয়টি সেনসেটিভ ছিল। তাই আমরা শক্ত ব্যবস্থা নিতে পারিনি। আসলে আমাদের কিছুই করার ছিল না। তবে এত লোক সমাগমের কারণে অবশ্যই এই জেলায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি তৈরি হলো।’

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘এ ধরনের জনসমাগম অবশ্যই করোনা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ।’

প্রসঙ্গত, শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জুবায়ের আহমদ আনসারীর জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় হাজার হাজার লোক অংশ নেন। তবে জানাজায় জনসমাগমের উপস্থিতি স্থানীয় মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে ছড়িয়ে যায়। এ ছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস জানাজা বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর