Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্ররাও দেশের এই সংকটে ধান কাটার কাজে সহযোগিতা করতে পারে’


১৮ এপ্রিল ২০২০ ২১:৪১

ঢাকা: যারা দিনমজুর তারা যেন ধান কাটতে যেতে পারেন সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্যও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশেষ করে দেশের ছাত্ররাও দেশের এই সংকটকালে ধান কাটার কাজে সহযোগিতা করতে পারে।’

শনিবার (১৮ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপণী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি ধানগুলো কেটে সঠিকভাবে ঘরে তুলতে পারি তবে দেশে কোন খাদ্য সংকট হবে না। সবাই যে যেভাবে পারেন কিছু ফসল উৎপাদন করুন, যাতে আমাদের খাদ্য সঙ্কট না হয়- বরং অন্য দেশকে আমরা এ সময় সহযোগিতা দিতে পারি।’

প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

আমাদের দেশে খাদ্যের অভাব কোনো অভাব নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই সংকটকালে মানুষের জীবন যাতে চলে এবং সবাই সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা নিয়েছি। দেশের একটি মানুষও যেন খাদ্যের অভাবে কষ্ট না পায় সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ মানুষের খাদ্যের অভাব যাতে না হয়, সে ব্যবস্থা সরকার করছে বলেও তিনি উল্লেখ করেন।

ছাত্র দিনমজুর ধানকাটা ধানকাটা শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর