চট্টগ্রাম-লক্ষ্মীপুরে আরও ৫ জন করোনায় আক্রান্ত
১৮ এপ্রিল ২০২০ ২৩:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে একজন চট্টগ্রাম জেলার এবং তিন জন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামের একজনের নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় পাঁচ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে জানান, গত ২৪ ঘণ্টায় ১২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পাঁচ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় করোনা পজিটিভ হওয়া এক নারী আছেন। বয়স আনুমানিক ৩৩ বছর।
চট্টগ্রামের বিআইটিআইডিতে গত ২৬ মার্চ থেকে করোনার সংক্রমণ শনাক্ত শুরু হয়। এ পর্যন্ত এক হাজার ৩৩৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় ৬১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৩৫ জন। মারা গেছেন পাঁচজন।
এছাড়া লক্ষ্মীপুরে ২২ জন, নোয়াখালীতে তিনজন এবং ফেনীতে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।