সোহরাওয়ার্দীর ৫ চিকিৎসক করোনায় আক্রান্ত
১৯ এপ্রিল ২০২০ ১৮:৫০
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচজন চিকিৎসক নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃদু সংক্রমণ আছে। এদের মধ্যে দুজন বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন।
রোববার (১৯ এপ্রিল) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া।
ডা. উত্তম কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘যাদের মধ্যে সংক্রমণ আছে তাদের শারীরিক অবস্থা ভালো। এদের মধ্যে দুজন হাসপাতালে আছেন। তারা স্বামী-স্ত্রী। দুজনের মধ্যেই মৃদু সংক্রমণ আছে। বাকি তিনজন নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন এনেসথেশিয়া ও একজন গাইনি বিভাগের চিকিৎসক।’
তিনি বলেন, ‘যেহেতু আমাদের হাসপাতালেই চিকিৎসা শুরুর প্রস্তুতি নিচ্ছি তাই এই পাঁচজনকে অন্য হাসপাতালে ভর্তি করানোর বিষয়ে অ্যাপ্রোচ করি নাই। নিজেদের হাসপাতালেই চিকিৎসা দিচ্ছি।’
সোহরাওয়ার্দীর ল্যাব এ সপ্তাহে চালু হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘আজও আমরা প্রায় ১০২ জনের নমুনা সংগ্রহ করেছি। এগুলো আমরা পাঠিয়ে দিয়েছি শিশু হাসপাতালের ল্যাবে। এর মধ্যে প্রায় ৩২ জন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
৫ চিকিৎসক আক্রান্ত করোনাভাইরাস শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল