Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃস্থদের জন্য বেতনের ৩০ লাখ টাকা দিল কেএসআরএম’র কর্মীরা


১৯ এপ্রিল ২০২০ ২০:২৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের সহায়তায় নিজেদের বেতন থেকে ৩০ লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দিয়েছেন কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারিরা।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের হাতে চেক হস্তান্তর করেন কেএসআরএম’র মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে কেএসআরএমকে আমরা সবসময় কাছে পেয়েছি। সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাদের সহযোগিতা আমরা নগরী ও জেলার অসহায় মানুষের কাছে পৌঁছে দেব।’

বিজ্ঞাপন

কেএসআরএম’র মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম বলেন, ‘আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছি। সাধারণ মানুষ এখন খুবই অসহায় অবস্থায় আছেন। আমাদের বেতন ভাতার একটি অংশ দিয়ে তাদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।’

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও মাসুদুর রহমান, কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম ও লতিফা আনসারী রুনা ছিলেন।

৩০ লাখ কর্মী কেএসআরএম দুঃস্থদের জন্য বেতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর