Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ কিশোরই থেকে গেছে, রাষ্ট্রপতির জেলা তো: প্রধানমন্ত্রী


২০ এপ্রিল ২০২০ ১৩:০২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিশোরগঞ্জের মানুষ কিশোরই থেকে গেছে। কিশোরগঞ্জ হলো রাষ্ট্রপতির জেলা। সে জন্য কিশোরগঞ্জ মনে করে আমরা তো রাষ্ট্রপতি; এটাও আবার একটা বিষয় আছে।

সোমবার (২০ এপ্রিল) গণভবনে দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলার কার্যক্রম সমন্বয় করার লক্ষ্যে ভিডিও কনফারেন্স কিশোরগঞ্জ জেলার সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ সব কথা বলেন।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। এর আগে, বিভিন্ন সময় চার দফায় ৪৩টি জেলায় জেলা প্রশাসকদের কার্যালয়ে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন তিনি।

হাওর বিল খ্যাত কিশোরগঞ্জে ব্যাপক পরিমাণে ধান উৎপাদনের দিকটির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে কিশোরগঞ্জে এত ধান হয়। সেখানে বোধহয় কোনো রাইস মিল নেই! আধুনিক রাইস মিল বোধ হয় কেউ করেনি? করা আছে? কারো আছে ওখানে রাইস মিল।’

এর জবাবে জেলা প্রশাসক এবং জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘না স্যার…না আপা।’

এরপর জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘রাইস মিল নাই, কোন রাইস মিল নাই। কারণ হইছে কি হাওর এলাকা তো! আপনার বদান্যতায় এবং মহামান্য রাষ্ট্রপতির চেষ্টায় আমাদের তো যোগাযোগ ব্যবস্থাটা হইছে? কারণ এতদিন তো কোনো যোগাযোগ ব্যবস্থাই আমাদের ছিল না।’

তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে তা না, আসলে সেটা না। ওই কিশোরগঞ্জের মানুষ কিশোরই থেকে গেছে। তারা চিন্তাই করে নাই, যে একটা রাইস মিল লাগবে। বা কিছু লাগবে। ইউনিভার্সিটি করা? তারপরে হাওরে মাছ ওঠে, তার জন্য হ্যাচার্ড তৈরি করা অর্থাৎ মাছের যে ধরে একটা রাখা, একটা বরফ কল ছিল না। তো আমি এইজন্য বললাম, কিশোরগঞ্জ একদিকে কিশোর থেকে গেছে, আবার ওদিক থেকে দেখা গেল, কিশোরগঞ্জ তো রাষ্ট্রপতির জেলা।’

বিজ্ঞাপন

‘কিশোরগঞ্জ থেকেই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব, অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব নিলেন এরপর জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি, এখন হামিদ সাহেব রাষ্ট্রপতি; মানে কিশোরগঞ্জ হলো রাষ্ট্রপতির জেলা। সে জন্য কিশোরগঞ্জ মনে করে আমরা তো রাষ্ট্রপতি; এটাও আবার একটা বিষয় আছে। এ জন্য বোধহয় কিছুই হয় না’ বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যাই হোক আবার মনে হয়, অনেক ব্যবসায়ী-ট্যবশায়ী আছে; একটা আধুনিক রাইস মিল যদি করা যায় তাহলে এই কৃষকরাও যথাযথ দাম পাবে, আর এই ফসলটাও আমরা রাখতে পারব- তাছাড়া আপনারা জানেন যে, কয়েকটা নতুন সাইলো তৈরি করছি। যেমন সান্তাহারে আমরা করেছি। যার ফলে তিনবছর পর্যন্ত চাল সেখানে ভালো থাকবে। সেখানে ছিলিং সিস্টেম আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিশোরগঞ্জের মাছ-চাল এগুলো দিয়েই তো অনেক মানুষ সম্পদশালী হয়ে যাবে। সেটির ব্যবস্থা করলে ভালো হয়।’

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর